সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

" আন্তরিকতা টুকুই আছে " - সঙ্ঘমিত্রা প্রামাণিক চ্যাটার্জ্জী


আমার ঘরে আসবে তুমি?
অট্টালিকা নয়গো আমার
না আছে আমার মস্ত বাড়ি
নাহ্!! তাও নেই ঘোড়া গাড়ি।
না আছে ভাই এ.সি র হাওয়া
হোম থেয়েটারও নেই ভেতরে
ওসব আমার কিচ্ছুটি নেই
এর পরেও আসবে ঘরে?
আসতে যখন চাইছো এতো
অবশ্যই আসতে পারো
কার কী আছে বুলির পাহাড়
শোনার সাধ নেই আমারও।
আমারও আছে অনেক কিছু,
কবিতা আছে ঝুড়ি ঝুড়ি।
শোনার যদি সাধ হয়তো—-
বললে, আমি শোনাতে পারি।
ঐশ্বর্যের বাহারও নেই
দাস-দাসীও নেই একটিও ভাই
নিজের হাতে রান্না খাবার যত্ন করে তাই দিতে চাই।
যদি না তা ভালো লাগে তবে তুমি দূরেই থেকো
আন্তরিকতাই চাইলে শুধু আমার ঘরে তুমি এসো।

     © সঙ্ঘমিত্রা প্রামাণিক চ্যাটার্জ্জী 

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)