বুধবার, ২ অক্টোবর, ২০১৯

সত্যের চাবিকাঠি - সম্পূর্ণ গল্প

পত্রিকার জন্মদিনে পত্রিকার তরফ থেকে আপনাদের জন্য রইল রিটার্ন গিফ্ট। একটি সম্পূর্ণ গোয়েন্দা কাহিনী একটি ফাইলে।



শ্যামবাজারের অবস্থাপন্ন বনেদী বাড়িতে তপন কুমার দে নামে ভাড়াটিয়া খুন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে তপন কুমার দে দু'বছর আগেই মারা গেছেন। তবে খুন হওয়া এই ব্যক্তি কে? এমনকি তার স্ত্রী পরিচয়ে থাকা, খুনের পরে পলাতক মহিলাও তার আসল স্ত্রী নন। এদিকে বাড়িওয়ালা সুকুমার সেন পুলিশি জেরায় জেরবার। প্রশ্ন অনেক। খুনি কে? তার চেয়েও বড় প্রশ্ন ভিক্টিম কে? সে কেন অন্য লোকের পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিল? খুন হওয়া ব্যক্তি কি নিজে অপরাধী? নাকি অপরাধের শিকার? উত্তর খুঁজতে হলে সঙ্গী হতে হবে সত্যের অভিযানের। সঙ্গে থাকুক "সত্যের চাবিকাঠি"।



1 টি মন্তব্য:

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)