শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

" তোমায় দিলাম " - সুফি রায়



তোমার মনে পড়ে,
একদিন বেহাগ-বসন্তের রাতে আমায় বলেছিলে
"আমার সমস্ত কিছু আজকে তোমায় দিলাম।"
সেদিন তোমার কোমল উষ্ণতা জড়িয়ে ছিল আমায়-
আর আমার মন কর্পূর হয়ে হাওয়ায় ভেসেছিল।

সেদিন আমিও আমার মন নিংড়ে
সমস্ত অনুভূতিটুকু তোমায় দিলাম।
আমার একলা দুপুরে ভিড় করে আসা চুপকথা
আমি তোমায় দিলাম।
আমার ওই নীল আকাশে মেঘের নৌকা,
আর সবুজ জলের শালুক ফুল-
আমি তোমায় দিলাম।

আমার সন্ধ্যাকাশের টিমটিম,
আর গভীর রাতের বিষণ্ণ একটুকরো চাঁদ
ঠিক আমারই মত-
আজ... তাও তোমায় দিলাম।
আর দিলাম, আমার কালি-কলম,
যার এক-একটা আঁচড়ে রূপ পায় তোমার কথারা-
আমার এই সব— আমি আজ তোমায় দিলাম।

তবু একদিন কথারা গত হয়,
থেমে যায় বেহাগের আলাপন-
তারাবাতিও নিভে যায় ঝুপ্ করে।
শুধু বিষণ্ণ চাঁদটা ঝুলে থাকে স্মৃতির আবছায়া জ্যোৎস্নাতে-
ঠিক আমারই মত।

আজ অনেক জন্ম.....
আমি তোমার প্রেমের উপবাসি।
তাতে কী? তুমিও যেতেই পারো পরবাস;
কারণ, আমার মনের সমস্ত ক্ষমাও
আজ আমি তোমায় দিলাম॥

                                           ©   সুফি রায়

"ওরে ও ভাঙামন " - অয়ন মণ্ডল



ওরে ও ভাঙামন, আবেগে চলে নিজের খাতে
সাধ্যি কী তোর ডিঙা বাইস উল্টো স্রোতে;
তাকিয়ে দেখিস লবণজলে তোরও কিছু স্বত্ব আছে।
ওরে ও ভাঙামন, এ শহর জানে মধ্যরাতের ফুটপাথে
গল্পকথা আড় ভাঙে মধ্য ঘুমের শৈশবে,
ভাবনা ভাবিস তোরই একার দুঃখঘুমের স্বপ্ন আছে।
ওরে ও ভাঙামন, তোর চশমার ওই ধুলোর ঝড়ে
জানিস যত তোর অবদান জেগে থাকে,
জানবি তত বৃষ্টিতে তার অন্য আদর মিশে আছে।
ওরে ও ভাঙামন, তোর নিজস্বতার বিশুদ্ধতায়
সুরের কিছু ওঠানামায় ছন্দ যে গান গাইতে পারে,
মনটা তোর ভাঙাই থাক, এমন বাসতে ভালো কজন পারে॥




     ©   অয়ন মণ্ডল

" পথের গভীরে " - অয়ন মণ্ডল



প্রাণপ্রাচুর্য্যের স্মৃতি হাঁটে সরণিল ধার ধরে
চুপচাপ, আনমনা বাতাস সঙ্গী;
কিছু টান সে পিছু হাঁটে ধীর লয়ে
দূরত্ব বর্তমানের সাথে;
পথের দূরত্বে আবেগ ঘনীভূত-
ভেজে আবেগের লবণাক্ত জলে;
কল্পনীয় বেদনা অকল্পনীয়তার স্বাদ পায়,
অকস্মাৎ দুর্যোগে যদিও জানালা বন্ধ
বৃষ্টির ছাঁট তবু বাইরেটা ভেজায়॥

                                        
                                         
                                                                         ©   অয়ন মণ্ডল

" বেকার আমরা বেকার " - রণবীর বন্দ্যোপাধ্যায়


'অ'কার 'আ'কার '৯'কার।
বেকার আমরা যেন বেকার॥

খটাখট শব্দ তোলা টাইপরাইটার।
স্মৃতি তোমায় করেছে কম্পিউটার॥

কিংবা হলুদ পোস্টকার্ডের আলাপ।
সেটাও হারিয়ে ফেলেছে হোয়াট্স অ্যাপ॥

টেকনোলজি-র দান দুরন্ত প্রোগ্রেস।
করছে সময়ের নিপুণ হিসেবনিকেশ॥

অচেনাকে চেনায় যে ফেসবুক।
পাতায় পাতায় সুন্দর কত মুখ॥

কথা হয় অদ্ভুত এক ভাষায়।
জলাঞ্জলি দিয়েছি বোঝার আশায়॥

'অ'কার 'আ'কার লিকার।
খোঁজ বলো কে রাখে তার॥

ভাষা নিয়ে আবেগে ভাসি একদিন।
তারপর কিম্ভুতকিমাকার প্রতিদিন॥

প্রেমের প্রকাশ বিদেশী অক্ষরে।
যেন ঘোলের স্বাদেই প্রাণ ভরে॥

বন্ধুকে আর পাই না খুঁজে রাস্তার রকে।
কাটছে মুহূর্তগুলো মোবাইল-এ তে বকে॥

তবুও মনটা যে ছবি আঁকে।
লাল মাটির ওই পথের বাঁকে॥

নিজেই নিজের সাথে কথা বলি।
একা একা পথ চলি॥

আদ্ধেক ভুলেছি আমার কবির দান।
বাকি আদ্ধেক তার ফিউশন গান॥

কনফিউশনটা বাড়ছে যে প্রতিদিন।
'অ'কার 'আ'কার ৯কার হচ্ছে বড়ই দীন॥

বেকার সব বেকার।
সঠিক খোঁজ রাখে কে বাংলার॥

                                        


                                                                                                                                  -   রণবীর বন্দ্যোপাধ্যায়