সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

" তোমার সঙ্গে, তোমার জন্যে " - রণবীর বন্দ্যোপাধ্যায়


আকাশে ছড়িয়ে দিয়েছি রঙ লাল,
তোমার জন্য।
পথে ছড়ানো কৃষ্ণচূড়ার হলুদ,
তোমার জন্যে।
শান্ত হয়ে আসছে পাখিদের কলরব—
বসবো এখন তোমার পাশে অনেকক্ষণ
তোমারই জন্য।

ভেবে এসেছিলাম—
শোনাবো সদ্য লেখা কবিতাটা—
দেখছিলাম কিন্তু -
লাল লিপস্টিক মাখা ঠোঁটে তোমার,
জলন্ত সিগারেট
দারুণ মেকআপ করা গালের নিচে।

কবিতার শব্দগুলো ভাষা পেল—
সিগারেটের ধোঁয়ায় মিশে গেল॥

প্রাণটা থাকলো না,
থাকলো কবিতার খাতা
কালো অক্ষর ভরা,
পড়লো কিছু ছাই
খাতার পাতায় আর—
তোমার উচ্চকিত হাসি,
তোমার লাল লিপস্টিক
রক্তিম করলো আমার শরীর॥

শেয়ারের দামের ওঠানামা,
মিউচুয়াল ফান্ডের হিসেব
আর মেডিক্যাল ইন্সুরেন্স,
কবিতা লিখে গেল
আমার খাতার পাতায়।

আকাশ এখনো হয় লাল,
কৃষ্ণচূড়া হলুদ এখনও ;
অনেকক্ষণ এখন—
হুইস্কি আর সিগারেট নিয়ে
তোমারই জন্য
তোমার সঙ্গে বসি॥


                © রণবীর বন্দ্যোপাধ্যায় ©

1 টি মন্তব্য:

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)